ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবার

প্রকাশিত: ০৯:১৬ এএম, ২২ জুন ২০১৭

বাংলাদেশের জনপ্রিয় ফুড ড্রিঙ্ক প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেল ১ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবারস ১ লাখ ২২ জন। চ্যানেলটিতে এখন পর্যন্ত ভিউ হয়েছে ১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৯৮২ বারের বেশি।

চ্যানেলটি প্রাণ ফ্রুটো নিবেদিত শর্টফিল্ম, নাটক, অনুষ্ঠান ও বিজ্ঞাপন আপলোড করে খুব কম সময়ের মধ্যে লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে। পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে।

প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এ সফলতা সবই আমাদের টিমের। যারা এর পেছনে কাজ করছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।’

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন জাগো নিউজকে বলেন, ‘আমরা চেষ্টা করছি আরও ভালো করার। ভালো করতে পারলে, সবার মন জয় করতে পারলে আমরা একদিন সবচেয়ে বড় এবং সেরা ইউটিউব চ্যানেলে পরিণত হবো।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জানুয়ারি ইউটিউবে চ্যানেলটি চালু হয়। চ্যানেলটির জনপ্রিয় ভিডিওতে স্থান করে নিয়েছে শর্টফিল্ম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এক বছর আগে আপলোড করা ভিডিওটি ৫১ লাখ ২৭ হাজার ৮৮৮ বার ভিউ হয়েছে।

এসইউ/পিআর

আরও পড়ুন