ল্যাপটপ মেলা শেষ হচ্ছে আজ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে চলছে ৩ দিনব্যাপী ‘টেকশহরডটকম ল্যাপটপ মেলা ২০১৫’। ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে এই মেলায় বিদেশী প্রযুক্তি ব্র্যান্ড এবং দেশীয় পরিবেশকরা অংশ নিয়েছে। আজ রাত আটটায় শেষ হচ্ছে ল্যাপটপের এ মেলা।
আজ তৃতীয় দিন সকাল থেকেই জমে ওঠেছে ল্যাপটপ মেলা । গত দুই দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তুলনামূলক কমদামের ল্যাপটপগুলো। এ ছাড়া যাদের বাজেট একটু বেশি ও কাজের সুবিধার জন্য হাইব্রান্ডের ল্যাপটপ দরকার তারাও কয়েক হাজার টাকা ছাড়ে এসব ল্যাপটপ কিনছেন।
মেলায় ৫০টি স্টল, সাতটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নে অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচপি,মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক জেনারেশন, ই-জগত, মাইক্রোল্যাব, এইচপিএস ও গ্যাজেট গ্যালারি।
গেইমিং প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে আজ। প্রথম ও দ্বিতীয় দিন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে জয় পেলে চূড়ান্ত রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, এবারের মেলার টিকিট বিক্রির আয় থেকে ২৫ শতাংশ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের ও ২৫ শতাংশ দেওয়া হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক সাংবাদিকদের কল্যাণ তহবিলে।
এআরএস/পিআর