ডিজিটাল উইনার্স এশিয়ায় অংশ নিতে সেরা উদ্যোক্তার লড়াই
১২টি স্থানীয় স্টার্টআপ বা উদ্যোক্তার জন্য প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে গ্রামীণফোন অ্যাকসেলেরেটর। ১২ জুন রাজধানীর জিপি হাউজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় যারা সেরা নির্বাচিত হবেন তাদের সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডিজিটাল উইনার্স এশিয়া (ডিডব্লিউএ)-তে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে।
স্টার্টআপ, বিনিয়োগকারী এবং মিডিয়াকর্মীরা অনলাইনে নিবন্ধন করে অভিনব এ আয়োজনটি উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘গ্রামীণফোন অ্যাকসেলেরেটরের স্টার্টআপগুলো কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরে তা দেখার জন্য বাংলাদেশের পুরো স্টার্টআপ কমিউনিটিকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি একটি উপভোগ্য অনুষ্ঠান হবে এবং স্টার্টআপ কমিউনিটির সদস্যদের সঙ্গে কথা বলার জন্য আমি অধীর অপেক্ষায় আছি।’
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, কর্পোরেট নেতৃত্বদানকারী এবং স্টার্টআপ সংশ্লিষ্ট উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত বিজ্ঞ বিচারক প্যানেল ১২টি দলের উপস্থাপনা শুনে, বুঝে, পর্যবেক্ষণ করে সিঙ্গাপুরের জন্য সেরা দল বাছাই করবেন। মূলত টেলিনরের বিভিন্ন দেশে অবস্থিত অপারেটর কোম্পানিগুলোর অ্যাকসেলেরেটর অংশগ্রহণকারী স্টার্টআপদের নিয়ে দি ডিজিটাল উইনার্স এশিয়া শীর্ষক প্রতিযোগিতার আয়োজনটি করা হয়ে থাকে।
এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ব্যবসা প্রসারের উদ্দেশ্যে দেয়া হবে ১০ লাখ টাকার সমতূল্য ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার। বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের মতো এশিয়ার দেশগুলোতে স্টার্টআপদের সহযোগিতা এবং প্রযুক্তিতে অগ্রগামী করতেই এই প্ল্যাটফর্ম তৈরি করেছে নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট ‘ট্যালিনর’। গ্রামীণফোন অ্যাক্সিলেরেটরে অংশগ্রহণকারীরা এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে।
আরএম/জেডএ/বিএ