ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফোর্বসের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৮ জুন ২০১৭

ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড-২০১৭ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। বিশ্বের ২০০টিরও বেশি ব্র্যান্ডের মূল্যায়ন করে শীর্ষ ১০০টি ব্র্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক ব্র্যান্ডগুলো শীর্ষস্থান দখল করে নিয়েছে, যার মধ্যে ৮৮তম অবস্থানে রয়েছে হুয়াওয়ে।

ব্র্যান্ডের মূল্যায়নই হচ্ছে যেকোনো ব্র্যান্ডের জন্য গ্রাহকের চাহিদা পূরণ এবং মূল্য নির্ধারণের ক্ষমতা অর্জনের মূল বিষয়। হুয়াওয়ের ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা সম্ভব হয়েছে বিশ্ব বাজারে প্রতিষ্ঠানটির ব্যবসার প্রবৃদ্ধি কারণে।

এছাড়া স্মার্টফোনের মার্কেট শেয়ারের ৯ দশমিক ৩ শতাংশ দখল করে রাখায় হুয়াওয়ে ব্র্যান্ডটি কনজ্যুমার বিজনেসের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উন্মোচনের পর বর্তমানে বিশ্বব্যাপী ৩০টি মার্কেটে দুর্দান্ত ফটোগ্রাফির সুবিধা থাকায় জনপ্রিয়তা পাচ্ছে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মডেল পি ১০ সিরিজ।

হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপ (সিবিজি)-এর সিইও রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ের পণ্য ও ব্র্যান্ডকে আন্তর্জাতিকমাণের স্বীকৃতি দেয়ায় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০১৭ সালে গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করার পাশাপাশি চ্যানেল, রিটেইল, ব্র্যান্ড, মার্কেটিং এবং সার্ভিসের ক্ষেত্রে গ্রাহককেন্দ্রীক মনোভাব নিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার ব্যাপারে হুয়াওয়ে সিবিজি দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য তৈরি ও উদ্ভাবনে কাজ করছি আমরা। এগুলো গ্রাহকদের অভিনব অভিজ্ঞতা প্রদান করবে। নিত্য-নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রাহকদের ভালোবাসার একটি ব্র্যান্ডে পরিণত হচ্ছে হুয়াওয়ে।

আরএম/এমআরএম/আরআইপি

আরও পড়ুন