ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি গবেষণায় ফেলোশিপ

প্রকাশিত: ০২:৩০ এএম, ২৫ মে ২০১৭

তথ্যপ্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ‘হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ দিচ্ছে।

২০১৬-১৭ অর্থবছরের জন্য গবেষকদের কাছে দরখাস্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ এই ফেলোশিপের আওতায় একজন গবেষক এক বছর পর্যন্ত মাসে দুই লাখ টাকা করে পাবেন। একজন পুরুষ ও একজন নারীকে এই ফেলোশিপ প্রদান করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি পেতে তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের পাস করার এক বছরের মধ্যে আবেদন করতে হবে। বছরে একজন পুরুষ ও একজন নারীকে এই ফেলোশিপ দেয়া হবে। তবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ এবং স্নাতকে ন্যুনতম ৩.৭৫ থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা বৃত্তির মেয়াদকালে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। চলতি সেশনের জন্য আবেদন করা যাবে আগামী ৩১মে এর মধ্যে। আবেদন করার শেষ তারিখ ৩১ মে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে : www.ictd.gov.bd এই ঠিকানায়।

এএস/এআরএস/পিআর