ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বার্তা পড়ে শোনাবে ‘সিরি’

প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৭ এপ্রিল ২০১৭

অ্যাপলের ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিস ‘সিরি’ হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠানো বার্তা পড়ে শোনাবে। বার্তার উত্তর পাঠানোর পাশাপাশি ছবি ও ভিডিও পাঠাবে ‘সিরি’। সম্প্রতি নতুন এই ফিচার যোগ করা হয়েছে ‘সিরি’তে।

প্রাথমিকভাবে শুধু আইফোন ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। এ জন্য আইওএস অপারেটিং সিস্টেম উপযোগী নতুন সংস্করণও বাজারে এনেছে হোয়াটসঅ্যাপ।

এছাড়া ভুলে পাঠানো বার্তা ফেরত আনাও যাবে সিরির মাধ্যমে। বর্তমানে গ্রাহকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস আপডেটও করা যায় সিরির মাধ্যমে। এজন্য সিরিকে বলতে হবে ‘আপডেট ফেসবুক’। তারপর তাকে স্ট্যাটাসটি বলে দিলেই হল।

এআরএস/পিআর

আরও পড়ুন