ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইয়াহু এবং এওএল মিলে ওথ

প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৮ এপ্রিল ২০১৭

ইয়াহু এবং এওএলকে একত্র করে ‘ওথ’ নামে নতুন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কথা জানিয়েছে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন। এওএলের প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রং টুইটারে বলেন, শতাধিক গ্রাহক, ২০-এর বেশি ব্র্যান্ড ও অপ্রতিরোধ্য দল সবমিলেই টেক দ্য ওথ। খবর সিনেট।

ইয়াহুর বর্তমান প্রধান নির্বাহী মারিসা মেয়ারও থাকছেন নতুন এ কোম্পানিটিতে। গত বছরের জুলাইয়ে সর্বপ্রথম ইয়াহু তার ইন্টারনেট ব্যবসা ভেরাইজনের কাছে বিক্রি করতে সম্মতি জানায়।

এওএল এক বিবৃতিতে জানায়, আপনারা নিঃসন্দেহে বাজি ধরতে পারেন, এটি খুব ভালো একটি ব্র্যান্ড হতে যাচ্ছে।

উল্লেখ্য, এওএল এবং ইয়াহু প্রতিষ্ঠান দুটি অনেক দিন ধরেই বাজারে প্রতিকূল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করে যাচ্ছে। তবুও ভেরাইজন এই দুটি প্রতিষ্ঠান থেকে আরও বেশি ডিজিটাল বিজ্ঞাপন বিক্রির ব্যাপারে আশাবাদী। গত বছর ইয়াহু দুইবার সাইবার হামলার খবর প্রকাশের পর চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। পরবর্তীতে ইয়াহু সংশোধিত বিক্রয়মূল্যে রাজি হয়ে ভেরাইজনের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়।

এআরএস/এমএস

আরও পড়ুন