ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

খুলনায় এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারের যাত্রা শুরু

প্রকাশিত: ১২:০৯ পিএম, ২১ এপ্রিল ২০১৫

টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড খুলনায় কে ডি এ অ্যাভিন্যিউ-এ একটি এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারের (এইসি) উদ্বোধন করেছে। সম্প্রতি এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পি ডি শর্মা এর উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এয়ারটেল বাংলাদেশের হেড অফ অপারেশন্স শুভব্রত দাস, চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূর মোহাম্মদ,  খুলনার জোনাল বিজনেস ম্যানেজার এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স, হেড অব জোনাল এক্সপেরিয়েন্স প্রমোদ রঞ্জন কর্মকার, জোনাল কাস্টমার সার্ভিস ম্যানেজার হেদায়েত হোসেন এবং হেড অব পিআর অ্যান্ড আইসি শমিত মাহবুব শাহাবুদ্দিন।

এয়ারটেলের গ্রাহকরা এখন এইসি থেকে  ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, থ্রিজি ডিভাইস, এক্সক্লুসিভ থ্রিজি এক্সপেরিয়েন্স কর্ণার, সিম ক্রয়, মাইগ্রেশন এবং আরো অনেক ধরনের সার্ভিস পাবেন। এই এক্সপেরিয়েন্স সেন্টারটি এয়ারটেলের খুলনা শহরের গ্রাহকদের জন্য আরো উন্নতমানের সেবা প্রদান করবে। এক্সপেরিয়েন্স সেন্টার তার খুলনাস্থ সকল গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রদান করতে আশাবাদী বলে জানানো হয়েছে।

সারা দেশে এয়ারটেলের ৯টি এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে।

এসএ/একে/আরআই