ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নারীকর্মীদের প্রশিক্ষণে ই-লার্নিং কোর্স ভূমিকা রাখবে

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৯ মার্চ ২০১৭

বিদেশগামী নারীকর্মীদের উন্নত প্রশিক্ষণ ও সঠিক তথ্য যথাসময়ে পেতে ই-লার্নিং কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

বুধবার রাজধানীর কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়ে ‘এ টু আই’প্রকল্পের আওতায় চালু হওয়া ই-লার্নিং প্লাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দক্ষ কর্মী তৈরি ও বিদেশে প্রেরণের ক্ষেত্রে ই-লার্নিং কোর্সটি একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রশিক্ষণের ক্ষেত্রে বিএমইটির আজকের এ কার্যক্রম বিদেশে অধিক হারে দক্ষ কর্মী প্রেরণে সহায়ক হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল পদ্ধতিতে দক্ষ কর্মী গড়ে তোলার জন্য ই-লার্নিং ট্রেনিং পদ্ধতি চালু করা হচ্ছে। ১৬২টি দেশে এক কোটি ১১ লাখের বেশি বাংলাদেশের নাগরিক কর্মরত রয়েছেন। দেশে ও বিদেশে যারা রয়েছেন তারা সবাই এই ই-লার্নিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন।

নুরুল ইসলাম বলেন, দেশের তরুণদের সংখ্যা অনেক বেশি। তাদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে যেসব বাজার বন্ধ ছিল, সেখানে এখন কর্মী পাঠানো হচ্ছে। প্রতি বছর ৭-৮ লাখ কর্মীকে বিদেশে পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ার বলেন, যেসব দেশে অধিক হারে কর্মী গমন করছে সেখানে আমাদের ইউনিয়ন ডিজিটাল সার্ভিস সেন্টারের আদলে এটুআই প্রকল্পের মাধ্যমে ফরেন ডিজিটাল সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যক্রম, সাফল্য ও অগ্রগতি সম্পর্কে বিএমইটির মহাপরিচালক মো. সেলিম রেজা একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ই-লার্নিং প্লাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স কোর্সটি চালু হওয়ায় এখন থেকে বিদেশে গমনেচ্ছুক গৃহকর্মীদের প্রশিক্ষণ এক মাসের পরিবর্তে দুই সপ্তাহে করা সম্ভব হবে। পর্যায়ক্রমে বিএমইটির প্রশিক্ষণের ক্ষেত্রে সকল ট্রেডে এ ধরনের ই-লার্নিং প্লাটর্ফম চালু করা হবে। এটুআই প্রকল্পের সহযোগিতায় ই-লার্নিং প্লাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স কোর্সটি করা হয়।

জেপি/ওআর/এমএস