৮ ঘণ্টা অফিসে থাকেন জুকারবার্গ!
তার কল্যাণেই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ প্রক্রিয়া সহজ হয়েছে। বিশ্ব জুড়ে বিস্তার করছেন সাম্রাজ্য যিনি। প্রতিদিন নতুন নতুন ফিচার আনছেন ফেসবুকে, আর তাতেই মজে যাচ্ছে ওয়েব দুনিয়া। তাই এই ফেসবুকের কর্তা জুকারবার্গকে নিয়ে কৌতূহলের শেষ নেই।
কীভাবে এতো কম বয়সে বিলিয়নেয়ারের তালিকায় নাম তুললেন, সে গল্প অজানা নয়। এবার সামনে এল আরও একটা নতুন তথ্য। কতোক্ষণ অফিসে কাজ করেন তিনি? সবাই জানেন তিনি অফিসে কতো সময় দেন?
যার এতো বড় কাজের পরিধি তিনি নিশ্চয় অনেকটা সময় কাটান অফিসে! কিন্তু, না। আর পাঁচটা সাধারণ কর্মীর মতোই অফিসে সময় দেন তিনি। দিনে ৮ থেকে ৯ ঘণ্টা সময় দেন তিনি।
তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, এটুকু সময় হিসেব করলেই হবে না। সারাজীবনটা নিজের কাজের জন্য উৎসর্গ করেছেন তিনি।
জুকারবার্গ জানিয়েছেন তিনি বেশির ভাগ সময়ই কীভাবে মানুষকে সংযুক্ত করা যায় সেটা ভেবে কাটান।
বিএ/আরআইপি