১৫ মিনিটেই ৬ ঘণ্টার চার্জ!
সম্প্রতি মোটো জি ফাইভ এবং ফাইভ প্লাসের উদ্বোধন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম মোটো জি ফাইভ উদ্বোধন করেছে লেনেভো সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোটোর ব্যবস্থাপনা পরিচালক সুধীন মাথুর জানান, মোটো জি ফাইভ প্লাসের ৩০ শতাংশ বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে। ১৫ মিনিটেই ৬ ঘণ্টার চার্জ হওয়ার ক্ষমতা থাকবে এই স্মার্টফোনটিতে।
মোটো জি ফাইভের স্মার্টফোনটির বডি ধাতুর তৈরি। এই স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা রয়েছে। ডিসপ্লে থাকছে ৫ দশমিক ২ ইঞ্চি। এই স্মার্টফোনে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে।
এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা ১২ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল। ৩ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকছে এতে। যা মাত্র ১৫ মিনিটে ৬ ঘণ্টার চার্জ হয়ে যেতে পারে। ৩ জিবি এবং ৪ জিবি র্যাম এই দু’ধরনের মোটো জি ফাইভ প্লাস এনেছে লেনেভো। ৩ জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি মেমরি এবং ৪জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি মেমরি সাপোর্ট করবে। বুধবার ভারতের বাজারে স্মার্টফোনটি ছাড়া হয়েছে।
টিটিএন/পিআর