ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হ্যাকিংয়ে শুরু, বাগ খুঁজে আয় ২ কোটির বেশি

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৩ মার্চ ২০১৭

ভারতে ‘সফটওয়্যার ট্যালেন্টে’র অভাব নেই। এর প্রমাণ আনন্দ প্রকাশ নামে এক যুবক। সম্প্রতি উবারের সফটওয়্যারে একটি ত্রুটি ধরিয়ে দিয়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন।

উবারের সফটওয়্যারে যে ত্রুটিটি ছিল তার জন্য ব্যবহারকারীদের আনলিমিটেড ফ্রি রাইড নেয়ার একটা সুযোগ ছিল। এ ত্রুটি ধরিয়ে দিয়ে উবার থেকে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারও পেয়েছেন তিনি।

এভাবে পুরস্কার জেতাটা আনন্দের জন্য এবারই প্রথম নয়। গেল কয়েক বছরে বিভিন্ন বিষয়ে তিনি সতর্ক করেছেন ফেসবুক, টুইটার এবং গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলোকেও।

হাফিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৩ সালে তিনি ফেসবুককে তাদের একটি বিজ্ঞাপনে নিরাপত্তা ত্রুটির কথা জানান। এরজন্য যে তিনি ৫শ ডলার পুরস্কার জিতেছেন সেটি তিনি আরো অনেক পরে জানতে পারেন।

টুইটার, গুগল, নোকিয়া, সাউন্ডক্লাউড, ড্রপবক্স, পেপালেও ত্রুটি ধরিয়ে দিয়েছেন তিনি।

এসবের জন্য সবমিলিয়ে তিনি প্রায় ২.২ কোটি রুপি জিতেছেন বলেও জানিয়েছেন।

নিজের শুরুটা সম্পর্কে আনন্দ বলেছেন, ২০১০ সালে তিনি কোটায় একটি কোর্স করছিলেন। ভারতে অর্কুট তখন বেশ জনপ্রিয় ছিল। আমার এক বন্ধু আমাকে তার অ্যাকাউন্ট হ্যাক করতে বলেন। এরপর তিনি গুগুল সার্চ করে গুগল অ্যাকাউন্ড হ্যাক করার উপায় পান। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।

ছোটখাটো কিছু হ্যাকিংয়ের পর ভেলোরে ইন্সটিটিউট অব টেকে লেখাপড়ার সময় তিনি বড় কিছু ওয়েবসাইট হ্যাকের দিকে নজর দেন।

এনএফ/জেআইএম

আরও পড়ুন