ফেসবুকের টাইমলাইনে নতুন ফিচার স্লাইড শো
ভিডিও ও ছবি শেয়ার করার জন্য ফেসবুক একটি অপরিহার্য অংশ। বর্তমান দুনিয়ায় মানুষ তার প্রতিটি মুহূর্ত ফেসবুকে আবদ্ধ করে রাখতে চায়। তাই জীবনের সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দর করে ভাগ করতে ফেসবুকে যুক্ত হলো স্লাইডশো নামে একটি নতুন ফিচার।
এই ফিচারের মাধ্যমে বিভিন্ন সময় তোলা ছবি ভিডিও আকারে নিজেদের প্রোফাইলে পোস্ট করা যাবে। এই ফিচারটি প্রথমে ফেসবুক পেজে ছিল। কিন্তু এখন ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের টাইমলাইনেও ভিডিও তৈরি করতে পারবেন।
ছবিগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের মিউজিক এবং লেখা যুক্ত করা যায়। প্রথম দিকে এটি আইওএসর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন অ্যানড্রয়েড পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৩টি এবং সর্বোচ্চ ৩০টি ছবি যুক্ত করা যায়। এতে ১৬টি ভিন্ন মিউজিক রয়েছে।
তবে নতুন এই ফিচারটি অনেক অ্যানড্রয়েড ফোন আছে যেগুলোতে দেখা যায় না। কিন্তু কিছুদিনের মধ্যে সব ফোনেই চলে আসবে।
বিএ/পিআর