মেসেঞ্জারে চালু হচ্ছে ডিজলাইক বাটন
প্রতিক্রিয়া জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি রিঅ্যাকশন বাটন থাকলেও নেই কোনো ডিজলাইক বাটন। তবে শিগগিরই মেসেঞ্জারে ডিজলাইক বাটন চালু করা হতে পারে বলে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের খবরে বলা হয়েছে।
মেসেঞ্জারে বর্তমানে লাইক বাটনে বুড়ো আঙ্গুল উপরের দিকে রেখে দেখানো হয়- যা থাম্বস আপ নামে পরিচিত, ডিজলাইক এর ক্ষেত্রে থাম্বস ডাউন ব্যবহার করা হবে। এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যক্রম পরীক্ষাও করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেন, মেসেঞ্জারকে আরও আকর্ষণীয় করে তুলতে সব সময় নানা ফিচার নিয়ে পরীক্ষা চালানো হয়। ডিজলাইক বাটন চালু করার বিষয়েও পরীক্ষা চালানো হচ্ছে। আশা করি শিগগিরই এটি চালু করা হবে।
উল্লেখ্য, ফেসবুককে আরও আকর্ষণীয় করে তুলতে ২০১৬ সালে ব্যবহারকারীদের পোস্টে আগের লাইক বাটনের সঙ্গে নতুনভাবে কয়েকটি রিঅ্যাকশন বাটক চালু করেছিল ফেসবুক। যেগুলো এখন বেশ জনপ্রিয়। এই বাটনগুলো ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই তাদের মনোভাব প্রকাশ করতে পারেন।
এআরএস/পিআর