প্রযুক্তিপ্রেমী নারীদের সম্মেলন বুধবার
প্রযুক্তিপ্রেমী নারীদের নিয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল ওয়মেন্স ডে সেলিব্রেশন-২০১৭’। বুধবার সকালে এ সম্মেলন শুরু হবে, চলবে দুপুর ২টা পর্যন্ত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রযুক্তিতে নারীদের সাফল্যের গল্প তুলে ধরতে গুগলের বাংলাদেশে নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণমূলক কার্যক্রম গুগল ওমেন টেকমেকার বাংলাদেশ। প্রেনিয়ার ল্যাব, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা ও গুগল ওমেন টেক মেকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপ সম্পর্কে নারীদের অংশগ্রহণকে আরও বাড়ানোর জন্য বিশেষভাবে আলোচনা করা হবে। পাশাপাশি ওমেন ডেভেলপমেন্ট প্যানেল ডিসকাশন, টেকটক, ক্যারিয়ার প্লানিংয়ের উপর অধিবেশন অনুষ্ঠিত হবে এ সম্মেলনে।
সম্মেলনে অংশগ্রহণকারীরা অনলাইনে ( https://goo.gl/6El9aN) নিবন্ধন করতে পারবেন।
এএস/আরএস/পিআর