ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

৩৩ কোটি পেরিয়েছে ইন্টারনেটে ডোমেইন নাম

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৫ মার্চ ২০১৭

ইন্টারনেটে নিবন্ধিত ডোমেইন সংখ্যা বর্তমানে ৩৩ কোটি পেরিয়ে গেছে। গত ৩১ ডিসেম্বর এই সংখ্যা ছিল ৩২ কোটি ৯৩ লাখ। ২০১৬ সালের শেষ তিন মাসেই ইন্টারনেটে ২৩ লাখ ডোমেইন যুক্ত হয়েছে। গত বুধবার ডোমেইন নাম ও ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে।

‘ডোমেইন নেম ইন্ডাস্ট্রি ব্রিফ’ নামের ওই প্রতিবেদনে ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের চেয়ে পরের প্রান্তিকে ডোমেইন নাম নিবন্ধনের হার বাড়ার বিষয়টি উল্লেখ আছে। নাম নিবন্ধন বেড়েছে এক দশমিক আট শতাংশ হারে। তবে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ছয় দশমিক আট শতাংশ বেড়েছে।

২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে ডটকম ও ডটনেট মিলে নিবন্ধন দাঁড়িয়েছে ১৪ কোটি ২২ লাখ ডোমেইন। বার্ষিক ডোমেইন নিবন্ধন বৃদ্ধির হার বেড়েছে এক দশমিক সাত শতাংশ।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডটকম ডোমেইন নিবন্ধন হয়েছে ১২ কোটি ৬৯ লাখ আর ডটনেট নিবন্ধন হয়েছে এক কোটি ৫৩ লাখ।

কেএ/বিএ/জেআইএম