ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

সোশ্যাল মিডিয়ায় অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় স্বভাবতই চিন্তায় পড়েছিলেন ফেসবুক গ্রাহকেরা।  ফেসবুকে ‘প্রাইভেসি সেটিংস’-এর ব্যবহার আরও সহজ করার জন্য নতুন এক নির্দেশিকা আনতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই বর্ধিত পোর্টালে ১১ টি নতুন ‘ভিসুয়াল’ ও ‘ইন্টারেক্টিভ’ নির্দেশিকা থাকবে বলে জানা গেছে। এর কভারে কিভাবে অ্যাকাউন্টটি নিরাপদ রাখা যায়, সেব্যাপারে নির্দেশ দেওয়া থাকবে। এছাড়া কোনও তথ্য অ্যাকাউন্ট থেকে চুরি হচ্ছে কিনা, সেব্যাপারেও জানতে পারবেন ব্যবহারকারী।

‘কিভাবে আপনি অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন’ –এই বিভাগে ব্যবহারকারীদের একটি মজবুত পাসওয়ার্ড সেট করার নির্দেশ দেওয়া হবে। এছাড়াও অ্যাকাউন্টে কেউ কোনও সন্দেহজনক কাজকর্ম করছে কিনা, তাও জানতে পারবেন ব্যবহারকারী। অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলেও ব্যবহারকারীর কি করণীয়, তাও জানা যাবে এই নয়া নির্দেশিকায়।

৪০ টি ভাষায় মোবাইল, ট্যাব ও কম্পিউটারে ফেসবুক অ্যাকাউন্টে এই নয়া নির্দেশিকাটি পাওয়া যাবে।
এই নতুন নির্দেশিকা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়, সেব্যাপারেই বিস্তারিত জানাবে বলে জানা গিয়েছে। ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার মেলিসা লু-ভান সংস্থার ব্লগ পোস্টে একথা জানিয়েছেন। তিনি সেখানে লিখেছেন এই নতুন নির্দেশিকায় ১০ লক্ষেরও বেশি ফেসবুক ব্যবহারকারী উপকৃত হবেন।

আরআইপি