ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নগ্নতা নিষিদ্ধ হচ্ছে ফেসবুকে

প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৬ মার্চ ২০১৫

ফেসবুক খোলা মাত্রই আপনার হোমপেজে চলে এলো নগ্ন কোনো ছবি। অফিস বা বাসা কিংবা কোনো জনপরিসরে এই নগ্ন ছবি নিয়ে বিব্রত হওয়ার ঘটনা কমবেশি সবার ক্ষেত্রেই ঘটেছে। অথচ এর ওপর আপনার নিয়ন্ত্রণও তো নেই।

এই সমস্যাটি নিয়েই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং ফেসবুক। শিগগিরই ফেসবুকে নগ্ন ছবির পোস্ট নিষিদ্ধ করতে যাচ্ছে তারা। এ নিয়ে নীতিমালা প্রায় চূড়ান্ত। এখন বাস্তবায়ন বাকি।

এই নীতিমালার মধ্যে বলা হচ্ছে, সম্পূর্ণ নগ্ন পশ্চাদ্দেশের ছবিও পোস্ট করতে দেবে না ফেসবুক। নগ্ন নারী বক্ষের ছবি বা ভিডিও যাতে স্তনবৃন্ত দেখা যায়, তা-ও নিষিদ্ধ থাকবে। তবে মা শিশুকে স্তন্য পান করাচ্ছে, এমন ছবিতে আপত্তি নেই ফেসবুকের।

এর আগে ফেসবুকে নগ্নতা নিয়ে স্পষ্ট কোনো নীতিমালা ছিলনা। যার সুযোগ নিয়ে নগ্ন ছবি আর ভিডিওতে ভরে গিয়েছে ফেসবুক। এবার সেক্ষেত্রেই সুনির্দিষ্ট এবং বিস্তারিত নির্দেশনা নিয়ে আসছে ফেসবুক।

এতে অবশ্য নগ্ন নারী পুরুষের ঐতিহাসিক চিত্রকলা বা ভাষ্কর্য দেখানোতে বাধা থাকছে না। তবে কম্পিউটারে তৈরি নগ্ন ছবি বা ভিডিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

কড়া নিষেধাজ্ঞা থাকছে প্রতিশোধমূলক নগ্ন ভিডিও (রিভেঞ্জ ভিডিও)-র ওপরও।

এরপরেও আপত্তি আসছে সহিংস ছবি বা ভিডিওর ব্যাপারে। নগ্নতার পরে সহিংসতা আর হেইট স্পিচের বিরুদ্ধেও হয়তো এগিয়ে আসবে ফেসবুক।

এসআরজে