ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

২০১৫ সালের সেরা গেইম `ডেসটিনি` (ভিডিও)

প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৫ মার্চ ২০১৫

২০১৫ সালের ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) ভিডিও গেইম অ্যাওয়ার্ডে সেরা গেইমের পুরস্কার জিতেছে `ডেসটিনি`। সেরা কাহিনীর পুরস্কার জিতেছে `দ্য লাস্ট অব আস : লেফট বিহাইন্ড`। মোবাইল অ্যান্ড হ্যান্ডহেল্ড গেইম এবং ব্রিটিশ গেইম বিভাগে দুটি পুরস্কার জিতেছে `মনুমেন্ট ভ্যালি`।

নতুন গেইম বিভাগে `নেভার এলোন`, মাল্টিপ্লেয়ারে `হার্থস্টোন : হিরোজ অব ওয়ারক্র্যাফট`, গেইম ডিজাইনে `মিডল-আর্থ শ্যাডো অব মর্ডর`, আটিস্টিক অ্যাচিভমেন্টে `লুমিনো সিটি`, অডিও অ্যাচিভমেন্টে `এলিয়েন আইসোলেশন`, মিউজিকে `ফার ক্রাই ফোর` এবং ফ্যামিলি গেইমে `মিনাক্রাফট : কনসল এডিশন` পুরস্কার জিতেছে। বৃহস্পতিবার লন্ডনে এ পুরস্কার দেওয়া হয়।

সূত্র : বিবিসি
আরআইপি