অবসরে যাওয়ার ঘোষণা দিলেন প্যাট্রিক পিশেট
অবসরে যাওয়ার ঘোষণা দিলেন শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্যাট্রিক পিশেট। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাসে এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে এক বছরের মধ্যে গুগল থেকে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিদায় নেয়ার ঘোষণা দেয়া হলো। খবর রয়টার্স
প্যাট্রিক পিশেট ফরাসি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। তার পরিবর্তে দায়িত্বটি কে পালন করবেন, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানায়নি গুগল। ছয় মাসের মধ্যেই এ পদে কাউকে নিয়োগ দেয়ার তথ্য জানিয়েছে অনলাইন অনুসন্ধান সেবার শীর্ষ প্রতিষ্ঠানটি। প্যাট্রিক অবসর নেয়ার বিষয়ে গুগলের ধরাবাঁধা কোনো সময়সীমা ছিল না। তিনি ব্যক্তিগত কারণেই অবসরে গেলেন এবং উত্তরসূরি খুঁজতে গুগলকে সহায়তা করবেন বলেও জানিয়েছেন।
তার অবসরের ঘোষণায় অবাক হয়েছেন গুগলের অনেক বিনিয়োগকারী। ৫২ বছর বয়সী এ শীর্ষ কর্মকর্তা একনাগাড়ে সাত বছর ধরে গুগলেরর পক্ষে কাজ করেছেন।
গুগল ছাড়তে প্যাট্রিকের সিদ্ধান্ত যৌক্তিক বলে মানছেন হাডসন স্কয়ার রিসার্চের বিশ্লেষক ড্যানিয়েল আর্নস্ট। তিনি জানান, গুগল এখন অতিকায় এক প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের আশা, প্রতিষ্ঠানটি প্রতি বছর ৭ হাজার ৬০০ কোটি ডলার রাজস্ব অর্জন করবে। কাজেই এ দায়িত্ব পালন করা বেশ ঝামেলাপূর্ণ।০উল্লেখ্য, গত বছর গুগলকে বিদায় জানান প্রধান ব্যবসায়িক কর্মকর্তা নিকেশ অরোরা ও গুগলের সামাজিক যোগাযোগ সাইটের প্রধান ভিক গানডটর।
এএ/আরআইপি