ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পেটিএমের বিরুদ্ধে পেপালের লোগো চুরির অভিযোগ

প্রকাশিত: ০৫:১০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

ভারতের অন্যতম অনলাইন শপিং অ্যাপ পেটিএমের বিরুদ্ধে লোগো চুরির অভিযোগ তুলেছে বিশ্বের অন্যতম অনলাইন পেমেন্ট সংস্থা পেপাল। ভারতীয় ট্রেডমার্ক অফিসকে লিখিত অভিযোগ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। তবে পেপালের অভিযোগকে অস্বীকার করেছে পেটিএম।

পেপালের অভিযোগ, রং এবং ডিজাইনের দিক থেকে পেটিএম যে লোগো ব্যবহার করছে তা বিভ্রান্তিকর। পেপালের অনুকরণে দু’ভাবে নীল রং ব্যবহার করেছে তারা। এমনকি লোগোর অক্ষরের ধরনেও অনেকটা মিল রয়েছে। এতে পেপালের গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে।

লোগো চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পেটিএমের পক্ষ থেকে।

উল্লেখ্য, ভারতে লোগো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কোনো সংস্থাকে লোগোর বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপনের পর চার মাস অপেক্ষা করতে হয়। এর মধ্যে যদি কেউ আপত্তি না জানায়, তা হলেই একমাত্র সেই লোগোর অনুমোদন পাওয়া সম্ভব।

চলতি বছরে ১৮ জুলাই লোগোর বিজ্ঞাপন দিয়েছিল পেটিএম। চার মাস শেষ হওয়ার দিনই অর্থাৎ ১৮ সেপ্টেম্বর লোগো নিয়ে আপত্তি জানায় পেপাল।

বিএ/এমএস