ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হ্যাকিংয়ের শিকার ১শ কোটির বেশি ইয়াহু ব্যবহারকারী

প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বলছে, তাদের ১শ কোটিরও বেশি ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারেন। ২০১৩ সালে হ্যাকাররা এই আক্রমণ চালিয়েছিল। খবর বিবিসির।

এরআগে চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশ পায় ২০১৪ সালে হ্যাকাররা তাদের প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে। ইয়াহু নতুন যে হামলার কথা জানাল সেটি ওই হামলা থেকে ভিন্ন।

হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।

অনুনোদিত কোনো তৃতীয় পক্ষকে এই চুরির জন্য দায়ী করেছে ইয়াহু।

ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও নিরাপত্তামূলক প্রশ্ন বদলে ফেলার পরামর্শ দিয়েছে ইয়াহু।

৫০ কোটি গ্রাহকের তথ্য চুরির বিষয়টি প্রকাশ করার সময় ইয়াহু বলেছিল সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো আক্রমণ। তবে এবার এ ধরনের কোনো মন্তব্য আসেনি ইয়াহুর তরফ থেকে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহুর মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১শ কোটির বেশি, যদিও অনেকের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না।

এনএফ/আরআইপি

আরও পড়ুন