ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভারতে জি-মেইল, ইয়াহু বন্ধ

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০১ মার্চ ২০১৫

সরকারি অফিসে জি-মেইল, ইয়াহু ই-মেইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে সরকারি অফিসে এবার থেকে কর্মীদের ইন্টারনেট ব্যবহারের দিকেও কড়া নজরদারি চালাবে কেন্দ্র।

গত ১৮ ফেব্রুয়ারি সরকারি অফিসে কর্মীদের ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত `ই-মেল পলিসি অফ গভর্নমেন্ট` শীর্ষক একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সেই নির্দেশিকায় জানানো হয়, কেন্দ্রীয় সরকারি অফিসে জি-মেল বা ইয়াহু`র উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার। অফিসে থাকাকালীন অফিসিয়াল কাজের জন্য সরকারিকর্মীরা শুধুমাত্র NIC ই-মেইল পরিষেবা ব্যবহার করতে পারবেন।

আরআইপি