ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভারতে বাজার হারাল স্যামসাং

প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভারতের ট্যাবলেট বাজারে স্থানীয় কোম্পানি আইবলের কাছে বাজার হারিয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। এ সময়ে স্যামসাংকে সরিয়ে বাজারের শীর্ষস্থান দখল করে নেয় আইবল। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর টাইমস অব ইন্ডিয়া।

গত বছর খুব ভালো যায়নি মোবাইল ডিভাইস খাতের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংয়ের। এ সময়ে তাদের মুনাফা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারেও খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। এরই মধ্যে বিশ্বের অনেক বাজারে শীর্ষস্থান হারিয়েছে কোরিয়ান প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারতের ট্যাবলেট বাজারে ১৫ দশমিক ৬ শতাংশ দখল নিয়ে শীর্ষে উঠে এসেছে আইবল। বাজারটিতে স্যামসাংয়ের দখল ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ডাটাউন্ডের দখল ছিল ৯ দশমিক ৬ শতাংশ। লেনোভো, এইচপির দখল ছিল যথাক্রমে ৯ দশমিক ৪ ও ৮ দশমিক ৭ শতাংশ। অন্যান্য প্রতিষ্ঠান দখল করেছে ভারতের ট্যাবলেট বাজারের ৪৩ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে আইডিসি জানায়, আইবল কম দামের ডিভাইসের মাধ্যমে ভারতের ট্যাবলেট বাজারে আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। মূলত নতুন গ্রাহকদের কথা মাথায় রেখেই তারা ট্যাবলেট বাজারে ছেড়েছে।

এআরএস/এমএস