ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকি

প্রকাশিত: ০৬:১১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

জিপিএস বা লোকেশন কানেকশন ফিচার ব্যবহার না করেও ক্ষতিকর ম্যালওয়ারে আক্রান্ত হতে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। গ্লোবাল নেভিগেশন সিস্টেম বা জিপিএস মূলত স্যাটেলাইটকেন্দ্রিক একটি সেবা। যার মাধ্যমে স্মার্টফোনে অবস্থান, সময় এবং আবহাওয়া সম্পর্কে লাইভ তথ্য সরবরাহ করা হয়। কিন্তু অবস্থান নির্দেশক সংযোগ ব্যবহার না করেও ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীকে ট্র্যাক করা সম্ভব বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছেন কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী। খবর ইন্ডিয়া টুডে।

বিজ্ঞানীদের দাবি, স্মার্টফোনের পাওয়ার বা বৈদ্যুতিক শক্তি ব্যবহারের ধরন দেখেই নজরদারি করা সম্ভব। অবশ্য এ ধরনের নজরদারির হাত থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন তারা। প্রথমত. পাওয়ার ইউজেস ডাটা অপশনে অপ্রত্যাশিত অ্যাপের অনুপ্রবেশ ঠেকাতে হবে। প্রয়োজনে অপশনটি বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত. যে অ্যাপগুলো রেডিও সংযোগের মাধ্যমে কাজ করে, তাদের পাওয়ার ইউজেস ডাটায় প্রবেশ করতে না দেয়া এবং অন্য অ্যাপগুলোর প্রবেশপথ খোলা রাখা।

বিশেষজ্ঞদের মতে, লোকেশন ডাটা এমন এক জিনিস, যা ব্যবহারকারীদের দ্বারাই নিরাপদ রাখতে হয়। এ কারণে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে তৃতীয় পক্ষের অ্যাপ কখনই ব্যবহারকারীর অনুমতি ছাড়া লোকেশন ডাটায় প্রবেশ করতে দেয়া হয় না।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ান মিকালেভস্কি বলেন, স্মার্টফোন ব্যবহারকারী কোন পথে গিয়েছেন, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং পথ পরিবর্তন করলেন কিনা ইত্যাদি মোবাইলের ব্যবহূত শক্তি থেকেই বের করা যাবে। তিনি বলেন, মোবাইলের পাওয়ার ব্যবহার নির্ভর করে সবচেয়ে কাছের বেস স্টেশন থেকে ব্যবহারকারীর দূরত্বের ওপর। এই সিগনালের মাধ্যমে ব্যবহারকারীর ওপর নজরদারি করা সম্ভব।

এআরএস/এমএস