ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপে ভয়েস কমান্ড দিয়ে সেটিংস পরিবর্তন করা যাবে। অ্যান্ড্রয়েডের অনেক সংস্করণে ভয়েস কমান্ড সেবা থাকলেও এর মাধ্যমে সেটিংস পরিবর্তন করার সেবা এই প্রথম। গুগল তাদের ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গুগল নাউয়ের মাধ্যমে এ ফিচার যুক্ত করেছে। খবর জেবিজিনিউজ।

বিশ্বের অধিকাংশ মোবাইল ডিভাইস ব্যবহারকারী তাদের ডিভাইসটি চালাতে অ্যান্ড্রয়েডকেই বেছে নিয়েছেন। কিন্তু এ অপারেটিং সিস্টেমের সব সংস্করণের চাহিদা এক নয়। নতুন বাজারে এলেও ললিপপ এখনো খুব বেশি গ্রাহক আকৃষ্ট করতে সক্ষম হয়নি। এ কারণে অপারেটিং সিস্টেমটির এ সংস্করণে নতুন আপডেট এনেছে গুগল।

নতুন সেবার মাধ্যমে ললিপপ ব্যবহারকারী শব্দের মাধ্যমেই তার ডিভাইসের ওয়াই-ফাই, ব্লুটুথ, ফ্লাশলাইটসহ অন্যান্য ফিচার অন-অফ করতে পারবেন। এজন্য গ্রাহককে শুধু শব্দের মাধ্যমে একটি কমান্ড দিতে হবে। গ্রাহক যদি ডিভাইসটিকে বলেন, ‘ওকে গুগল, টার্ন অন ব্লুটুথ’, সঙ্গে সঙ্গে ডিভাইসটির ব্লুটুথ অপশনটি চালু হয়ে যাবে এবং ফিরতি ভয়েজ ফিডব্যাকের মাধ্যমে সেবাটি চালু করার বিষয়টি জানাবে গুগলের ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গুগল নাউ।

এআরএস/আরআই