ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিএনসিসি’র সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

গ্রামীণফোন তার বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সুবিধা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিএনসিসি, সেনা, বিমান এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের একটি প্রতিষ্ঠান।

বিএনসিসি`র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, এনডিসি, পিএসসি এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

গ্রামীণফোনের হেড অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল সেলস আওলাদ হোসেন, হেড অফ বিজনেস সেলস মোহাম্মদ বাকী বিল্লাহ, বিএনসিসি এর জিএসও-২ মেজর সালেহ উদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

আরএম/জেএইচ/পিআর