ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ব্যান্ডউইডথ নিতে আগ্রহী ভুটান

প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৮ নভেম্বর ২০১৬

বাংলাদেশ থেকে ইন্টারনেট ‘ব্যান্ডউইডথ’ নিতে আগ্রহ প্রকাশ করছে ভুটান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম তোবডেন রাজ্যি এ কথা বলেন।  

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

ঢাকায় ভুটানের সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে দূতাবাস নির্মাণের জন্য প্লট বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর অধীনে বিবিআইএন মোটর গাড়ি চলাচলে বাংলাদেশ-ভুটান চুক্তির কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ভুটানের দর্জিলাং জলবিদ্যুৎ প্রকল্প (১১২৫ মেগাওয়াট) ভারত ও ভুটানের সঙ্গে ত্রি-পাক্ষিক সহযোগিতার অধীনে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।

এইউএ/এএইচ/আরআইপি