ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সিটিসেলের কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২০ অক্টোবর ২০১৬

দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।  বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় সিলগালা করে।  

পরে বিটিআরসির প্রধান কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আনুষ্ঠানিকভাবে সিটিসেলের কার্যক্রম বন্ধের কথা জানান।    

বিটিআরসি সূত্রে জানা গেছে, মোট বকেয়ার ৪৭৭ কোটি টাকার দুই-তৃতীয়াংশ ৩১৫ কোটি টাকা বুধবার (১৯ অক্টোবর) নির্ধারিত সময়ে পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুজি লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি, রাজস্ব ভাগাভাগি, বার্ষিক তরঙ্গ ফি, সামাজিক সুরক্ষা তহবিল, বার্ষিক লাইসেন্স ফি, মূল্য সংযোজন কর (মূসক) ও বিলম্ব ফি বাবদ সিটিসেলের এই পরিমাণ অর্থ বকেয়া রয়েছে।

আরএম/এএইচ/পিআর

আরও পড়ুন