বিভিন্ন দেশের বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে অ্যাপল
শিগগিরই বাজারে আসছে অ্যাপলের স্মার্টঘড়ি। আর এ উপলক্ষ সামনে রেখেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশকিছু দেশের বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নাইনটুফাইভম্যাকের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর টেকটু।
গত বছরের নভেম্বর থেকেই অ্যাপলের নির্বাহীরা প্রথম পরিধেয় প্রযুক্তি পণ্য অ্যাপল ওয়াচের বিপণন কৌশল নির্ধারণ করতে শুরু করেন। আর এ কৌশল অনুযায়ীই তারা বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এ প্রশিক্ষণের জন্য তারা বেশকিছু কর্মী বাছাই করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে নাইনটুফাইভম্যাকের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাস চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম। সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ বিক্রয় কেন্দ্রের বিক্রি অনেকটাই নির্ভর করে বিক্রয়কর্মীর দক্ষতা ওপর। এরই কৌশল অবলম্বন করে অ্যাপলও বিক্রয়কর্মীদের এ বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এর আগের এক প্রতিবেদনে জানা যায়, অ্যাপল ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চালাবে। গ্রাহকরা যাতে স্মার্টঘড়িটির বিভিন্ন ফিচার কেনার সময় বুঝে নিতে পারেন, মূলত এ কারণেই বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চীনা নতুন বছরের শুরুতে ডিভাইসটি বাজারে ছাড়া হবে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ডিভাইসটি বাজারে আসছে। এ নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রশিক্ষণ কার্যক্রমের দিকে ইঙ্গিত করে বিশ্লেষকরা বলেছেন, শিগগিরই অ্যাপল কাঙ্ক্ষিত পণ্যটি বাজারে ছাড়তে যাচ্ছে।
উল্লেখ্য, অ্যাপল ওয়াচই অ্যাপলের প্রথম পরিধেয় প্রযুক্তিপণ্য।
এআরএস/আরআইপি