গুগল স্ট্রিট ভিউয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বৃহস্পতিবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল স্ট্রিট ভিউ। হোটেল সোনারগাঁতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।
এখন থেকে বিশ্বের যে কোন এলাকার মানুষ গুগল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ট্যুরের মাধ্যমে বাংলাদেশের স্ট্রিট ভিউ দেখতে পারবেন। ৬৬তম দেশ হিসেবে বাংলাদেশে স্ট্রিট ভিউ কার্যক্রম চালু করলো গুগল।
অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইবিএম কিংবা ম্যাক ডিজিটাল ডিভাইসে এ পথ-চিত্র দেখা যাবে। প্রাথমিকভাবে স্ট্রিট ভিউয়ে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে ঢাকা চট্টগ্রামসহ ৪২টি গুরুত্বপূর্ণ স্থান ও এর স্থাপনা দেখা যাবে।
উদ্বোধনী অনু্ষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের জীবন এখন সহজ হয়েছে। সরকারি সেবাগুলো জনগণের এখন হাতের মুঠোয় এসেছে। গত কয়েক বছরে প্রযুক্তি খাতে দেশে নীরব বিপ্লব হয়েছে বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসির পরিচালক অ্যান লাভিন বলেন, গুগল স্ট্রিট ভিউয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপিত হবে। এর সুন্দরতম স্থানগুলো সবার জন্য উন্মোচিত হলো যা পর্যটকদের এ দেশ ভ্রমণে আকৃষ্ট করবে। ব্যবসা, শিক্ষা, প্রশাসনিক কাজসহ সকল স্তরের মানুষ এর সুবিধা নিতে পারবে।
আপাতত নির্দিষ্ট সংখ্যক স্থান অন্তর্ভুক্ত করা হলেও অদূর ভবিষ্যতে দেশের সকল রাস্তা ও দর্শনীয় স্থানগুলো স্ট্রিট ভিউয়ে দেখা যাবে বলেও জানান তিনি।
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার বলেন, গুগল স্ট্রিট ভিউ এটুআই প্রকল্পের একটি সফল উদ্যোগ। এখন থেকে যে কেউ দেশের মানচিত্র এবং সংস্কৃতি সম্পর্কে মুহূর্তেই জানতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক জানিনা জারুজেলস্কি, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর অনির চৌধুরী, বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীসহ অনেকে।
আরআই/এমএএস