ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিশ্বের ৫ম বৃহত্তর ডাটা সেন্টার হবে বাংলাদেশে : পলক

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

সংসদ কার্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে বিশ্বের ৫ম বৃহত্তর ডাটা সেন্টার স্থাপন করা হবে।

রোববার সংসদে সরকারি দলের সদস্য মনিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের হাইটেক পার্কে বিশ্বের ৫ম বৃহত্তর এ ডাটা সেন্টার স্থাপিত হবে। এ ব্যাপারে চীনের এক্সিম ব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে।

আগামী ২ বছরের মধ্যে জাতীয় ডাটা সেন্টারটি স্থাপিত হবে বলে সংসদকে অবহিত করেন তিনি।

আরএস/আরআই