ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন বাজারের ৮৫ ভাগ অ্যান্ড্রয়েডের দখলে

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৩ আগস্ট ২০১৪

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারের ৮৫ শতাংশ দখল করে আছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর এএফপি

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ ২৭ শতাংশ বেড়ে ২৯ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ স্মার্ট ডিভাইস গুগলের বিনামূল্যের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত। এছাড়া গত প্রান্তিকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন বিক্রি বেড়ে ৩ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। তবে বৈশ্বিক বাজার দখলে পিছিয়ে পড়ে প্রতিষ্ঠানটি। গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের বৈশ্বিক মার্কেট শেয়ার হ্রাস পেয়ে ১৩ দশমিক ৪ থেকে ১১ দশমিক ৯ শতাংশে নেমে আসে।

বর্তমানে ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে গুগলের অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বিক্রির মাধ্যমে একক আধিপত্য বিস্তার করে আছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। এছাড়া কয়েক প্রান্তিক ধরে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান ধরে রাখার পেছনে বড় ডিসপ্লের স্মার্ট ডিভাইসের উত্পাদন প্রধান কারণ বলে উল্লেখ করা হয় স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে। একইভাবে অ্যাপলের স্মার্টফোনে দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন না আনা বৈশ্বিক বাজারে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী উদীয়মান বাজারগুলোয় তুলনামূলক সাশ্রয়ী মূল্যের এবং বড় ডিসপ্লের স্মার্টফোন ডিভাইসের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরই ধারাবাহিকতায় স্যামসাংয়ের পাশাপাশি চীনভিত্তিক বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা কোম্পানি অ্যান্ড্রয়েডচালিত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে উন্মুক্ত করে।

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের একক আধিপত্যের বিষয়ে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক নেইল ম্যাস্টন জানান, বৈশ্বিক স্মার্টফোন প্লাটফর্মকে একক ঘোড়দৌড়ে পরিণত করেছে অ্যান্ড্রয়েড। অপারেটিং সিস্টেমটির স্বল্প মূল্যের সেবা ও সফটওয়্যারটি ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের হার্ডওয়্যার নির্মাতা, অপারেটর কোম্পানি ও ব্যবহারকারীদের মধ্যে এখনো ব্যাপক জনপ্রিয়। প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম নির্মাতা কোম্পানি দীর্ঘ      প্রচেষ্টা সত্ত্বেও ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে বের করতে পারছে না।

ম্যাস্টন আরও জানান, সাম্প্রতিক সময়ে অ্যাপলের ৪.৭ ও ৫.৫ ইঞ্চি ডিসপ্লের দুটি মডেলের আইফোন সিক্স আনার সিদ্ধান্তের কারণে স্মার্টফোন বাজারের একক আধিপত্যে পরিবর্তন আসতে পারে। তবে অ্যাপলের বরাবরই আইওএস অপারেটিং সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ থাকা এ পটপরিবর্তনে বাধা হয়ে উঠতে পারে। অ্যাপল সম্প্রতি চীনভিত্তিক ফক্সকন, পেগাট্রন ও হোন হাই প্রিসিশন নামের সাপ্লায়ার কোম্পানিগুলোকে আট কোটি আইফোন সিক্স উত্পাদনের নির্দেশনা দিয়েছে।