ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফিফোটেক ও আইসিটি এশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০২:৪৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফিফোটেক এবং মালেশিয়ান প্রতিষ্ঠান আইসিটি এশিয়ার মধ্যে সম্প্রতি সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, ডাটা প্রটেকশন, ট্রেনিং এবং বিপিও সংক্রান্ত কার্যক্রমের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফিফোটেক এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন এবং আইসিটি এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভিগনেশ ওয়ারান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সভাপতি আহমাদুল হক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জাব্বার।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত বিপিও সামিট ২০১৬-তে আইসিটি এশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরএম/এআরএস/পিআর