ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সিটিসেল গ্রাহকদের জন্যে রবির অফার!

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৪ আগস্ট ২০১৬

মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের কার্যক্রম এখন মৃত প্রায়। ফলে সিটিসেলর গ্রাহকদের জন্য সারপ্রাইজ অফার ঘোষণা করেছে আরেক বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। রবির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে ‘সিটিসেল গ্রাহকদের জন্যে এবার রবির সারপ্রাইজ!’ শিরোনামে এ অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

অফারে বলা হয়েছে, ‘সিটিসেল থেকে রবির নেটওয়ার্কে এলেই ফ্রি সিম এবং সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা/মিনিট (রবি-রবি), ৬০ পয়সা/মিনিট (রবি-অন্য), ৫ জিবি ইন্টারনেট আর সুপারফাস্ট ৩জি!’

এসব চমকপ্রদ অফারের কথা জানিয়ে রবির নেটওয়ার্কে জয়েন্ট করতে বলা হয়েছে।

রবির এই সারপ্রাইজ অফার নিয়ে ফেসবুকে আবার অনেক তর্ক-বিতর্ক হতে দেখা গেছে। অনেকেই আবার আগ্রহ নিয়ে এ সংক্রান্ত আরো তথ্য জানতে চেয়েছেন।

জাবেদ আরমান নামে এতজন জানতে চেয়েছেন, `আমার সিটিসেল সিমটি রেজিস্ট্রেশন করিনি। আর নাম্বারও জানা নেই, এখন কি সিমটি দিলে আমাকে আরেকটা সিম দিবে..??? আর কল রেট কি শুধু ২৫ পয়সা কাটবে...??? নাকি বেশি কাটবে।`

উত্তরে রবি জানিয়েছে, ‘আপনি সিটিসেল প্রিপেইড/পোস্টপেইড গ্রাহক হয়ে থাকলে একটি কমপ্লিমেন্টারি ফ্রি সিম ব্যবহার করতে পারবেন। আপনি একটি সিমের বিপরীতে একটি সিম আপনার পছন্দমত সিম সংগ্রহ করতে পারবেন। আপনার সিমটি সংগ্রহ করতে অনুগ্রহ করে রবি সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।’

মেনহাজুল ইসলাম সজল লিখেছেন, ‘নেটওয়ার্ক উন্নত না করলে রবি কেও একদিন সিটিসেল এর মতো পরিণতি ভোগ করতে হবে।`

জাহিদ হাসান আরজু লিখেছেন, ‘আপনাদের সব ভালো লাগে, কিন্তু নেট এর ব্যাপারে মেজাজ গরম হয়ে যায়।’

আরএম/আরএস/এমএস