ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্বাভাবিক হয়েছে বিটিআরসি`র ওয়েবসাইট

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইট স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেলে দিকে স্বাভাবিক হয়। এরআগে রোববার রাত থেকে (http://www.btrc.gov.bd) বিটিআরসির এই ঠিকানায় প্রবেশ করা যাচ্ছিল না।

রোববার ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান প্রদানের সফটওয়্যার ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয় সরকার। এরপর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিটিআরসি এর সাইটটি হ্যাকিংয়ের বিষয়টি নজরে আনেন একদল হ্যাকার।

এক টুইট বার্তায় তারা জানায়, ভাইবার ও ট্যাংগো বন্ধ করা এবং ইন্টারনেটের গতি কমানোর প্রতিবাদে বিটিআরসির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

এদিকে ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার হোয়াটসঅ্যাপ, মাই পিপল এবং লাইনও বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ভাইবার ও ট্যাঙ্গোর ওপর নিষেধাজ্ঞা ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল এবং ইন্টারনেট গেইটওয়ে বিডিলিঙ্ক-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএস