ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ

প্রকাশিত: ১০:৪১ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ভাইবার ও ট্যাঙ্গোর ওপর নিষেধাজ্ঞা ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও বিটিআরসি সূত্রে জানা গেছে।

ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল এবং ইন্টারনেট গেইটওয়ে বিডিলিঙ্ক-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদককে জানিয়েছেন, তারা সোমবার বিটিআরসি থেকে এই তিন যোগাযোগ অ্যাপ্লিকেশনও বন্ধ করার নির্দেশসহ চিঠি পেয়েছেন। এছাড়া ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ রাখার সময়সীমাও ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার বিটিআরসির মুখপাত্র এবং সেক্রেটারি মো. সারওয়ার আলম জানান, গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃংখলা রক্ষাবাহিনীর আদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করেছিল বিটিআরসি।

নিরাপত্তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো আরো দুই দিন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম দুটি রোববার রাত ১২টায় সচাল হওয়ার কথা ছিল। এর আগে, নিরাপত্তার কারণে মাধ্যম দুটির ব্যবহার শনিবার মধ্যরাত থেকে সাময়িকভাবে বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মী-সমর্থকরা এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন জায়গায় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে বলে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

এ সংক্রান্ত আরো কিছু সংবাদ-

## ভাইবার বন্ধ
## স্বাভাবিক হয়েছে বিটিআরসি`র ওয়েবসাইট
## ইন্টারনেটে ধীরগতি

স্বাভাবিক হয়েছে বিটিআরসি`র ওয়েবসাইট
ভাইবার বন্ধভাইবার বন্ধ

এসআরজে/আরএস