টিসিএসএ’র ৩ হাজার কর্মী ছাঁটাই
চলতি অর্থ বছরের (এপ্রিল-মার্চ) প্রথম নয় মাসে ভারতীয় সফটওয়্যার কোম্পানি টাটা কনসালট্যান্সি সার্ভিস (টিসিএস) তাদের প্রায় ২ হাজার ৫৭৪ কর্মীকে চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছে। অর্থবছরের শেষ নাগাদ কর্মী ছাঁটাইয়ের সংখ্যা ৩ হাজার ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাই করে, যা তাদের মোট কর্মী বাহিনীর দশমিক ৮ শতাংশ।
গত সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ৩ লাখ ১৩ হাজার ৭৫৭ জন। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র জানায়, কোম্পানির কার্যক্ষমতা বাড়াতে এ ছাঁটাই প্রক্রিয়া চলমান রয়েছে। তুলনামূলক কম দক্ষ কর্মী ছাঁটাই করা হচ্ছে বলেও জানা যায়। তবে কর্মীদের দক্ষতার মাপকাঠি কিভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
এদিকে প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে ৫৫ হাজার নতুন কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য ঠিক করেছে। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই তারা এ ৫৫ হাজার নতুন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করবে।