ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকের সতর্কতা জারি

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

জায়েন্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে এবার ইউজারদের আপলোড করা ভিডিওর উপরে জারি করছে কড়া সতর্কতা। ফেসবুক ইউজাররা যে ভিডিও(গ্রাফিক্স) আপলোড করছেন, তার উপরে নজর রাখতে চলেছে ফেসবুক। কারণ, বেশ কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে, নাবালকরা স্বচ্ছন্দ্য নয়, এমন অনেক ভিডিও আপলোড করা হচ্ছে সোশ্যাল সাইটটিতে। ১৮ বছর বয়সের নিচে যাদের বয়স, মূলত তাদের জন্যই এবার কড়া হচ্ছে ফেসবুক।

সাধারণত, ১৩ বছর বয়স হলে আমেরিকায় ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যায়। ফেসবুকের এক মুখপাত্র সংবাদসংস্থা এ এফ পি-কে জানিয়েছেন, যখন কেউ ফেসবুক ব্যবহার করতে শুরু করেন, তখন আশা করা হয় তাঁর প্রোফাইল যেন সুরক্ষিত ও দায়িত্ব সহকারে ব্যবহার করেন ওই ইউজার। কিন্তু এখন বেশ কয়েকটি ঘটনায় বড়দের দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে। যখন কোনও প্রাপ্তবয়স্কদের জন্য গ্রাফিক্স ভিডিও আপলোড করা হচ্ছে, তখন তার উপর একটা সতর্ক নজর রাখা জরুরি। কারণ সব ভিডিও মোটেও ছোটদের জন্য সুরক্ষিত নয়।

গতবছরের নভেম্বর থেকে ফেসবুক কর্তৃপক্ষ বয়সভিত্তিক নজরদারি রাখার কাজ শুরু করেছে। চালু হয়েছে এমন এক নতুন ফিচার, যার সাহায্যে কোনও ভিডিও হোম পেজে এলেই তা নিজে থেকে চালু হয়ে যাচ্ছে। এবার সেই সমস্ত ভিডিও চালু হওয়ার আগে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেবে ফেসবুক। সেখানে ক্লিক করে সম্মতি জানালে তবেই চালু হবে ভিডিওটি।