মাইক্রোসফটের ফিচারফোন নকিয়া
নতুন ফিচারফোন উন্মোচন করেছে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। নকিয়া নামে এর নামকরণ করা হবে। এর আগে স্মার্টফোন থেকে নকিয়ার নাম বাদ দিয়ে মাইক্রোসফট লুমিয়া ব্যবহারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের এপ্রিলে ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার মোবাইল বিভাগকে অধিগ্রহণ করে মাইক্রোসফট। এর পরই লুমিয়া সিরিজের স্মার্টফোন থেকে নকিয়ার নাম বাদ দিয়ে মাইক্রোসফট লুমিয়া ব্যবহারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সে সময় প্রযুক্তি বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন, শিগগিরই বৈশ্বিক বাজার থেকে মুছে যাবে নকিয়ার নাম। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাইক্রোসফট বুঝিয়ে দিল এখনই শেষ হয়ে যাচ্ছে না নকিয়া।
চলতি বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই নকিয়া ২১৫ এবং নকিয়া ২১৫ ডুয়াল প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বাজারগুলোয় পাওয়া যাবে। এছাড়া কিছু নির্দিষ্ট বাজারে ২৯ ডলারের এ সেলফোন শিগগিরই পাওয়া যাবে বলে জানানো হয় মাইক্রোসফটের পক্ষ থেকে।
সেলফোনটির দুটি সংস্করণেই ২৪০–৩২০ পিক্সেলের ২ দশমিক ৪ ইঞ্চি কিউভিজিএ এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করা যাবে ডিভাইসটিতে।