ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তিতে বিশ্বের ১০ ধনী ব্যক্তি

প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একটি বড় অংশই বিভিন্ন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধার। এই তালিকায় সবার উপরেই আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বেশ কয়েক বছর ধরেই শীর্ষে আছেন তিনি। প্রতিবারের মত এবারও এরকম একটি তালিকা প্রকাশ করেছেন ফোর্বস ম্যাগাজিন।

১. বিল গেটস: তালিকায় সবার উপরেই আছেন বিল গেটস। তার সম্পদের মূল উৎস মাইক্রোসফট। মোট সম্পদের পরিমাণ ৮১.৬ বিলিয়ন ডলার।

২. ল্যারি এলিসন: ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের মূল্য ৫৩.৮ বিলিয়ন ডলার।

৩. মার্ক জাকারবার্গ: সাম্প্রতিক সময়ে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৩.৯ বিলিয়ন ডলার।

৪. জেফ বেজোস: অ্যামাজন সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ২৭.৮৯ বিলিয়ন ডলার।

৫. ল্যারি পেইজ: গুগলের সহ-প্রতিস্থাতা এবং সিইও ল্যারি পেইজের মোট সম্পদের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার।

৬. সের্গেই ব্রিন: গুগলের সহ-প্রতিষ্ঠাতা। ফোর্বসের মতে, ব্রিনের মোট সম্পদ রয়েছে ২৭.৬ বিলিয়ন ডলারের।

৭. স্টিভ বলমার: মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমারের সম্পদ রয়েছে ২২.২ বিলিয়ন ডলারের।

৮. মাইকেল ডেল: কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলও আছেন শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ২২.১ বিলিয়ন ডলার।

৯. লরেন জবস অ্যান্ড ফ্যামিলি: অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন জবস এবং তাঁর পরিবার মিলে মোট সম্পদের পরিমাণ ১৭.২ বিলিয়ন ডলার।

১০. পল এলেন: বিনিয়োগকারী হিসেবে বেশ সুনাম রয়েছে পল এলেনের। মাইক্রোসফটসহ বেশ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগ রয়েছে। মোট সম্পদের পরিমাণ ১৭ বিলিয়ন ডলার।