ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভয়েস সার্চ সেবা উন্নত করতে ফেসবুকের উদ্যোগ

প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

ভয়েস রিকগনিশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান উইট ডট এআই কিনল শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মূলত ভয়েস সার্চ সেবা খাতে নিজেদের অবস্থান সংহত করার ইচ্ছা থেকেই সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করা হয়েছে। সোমবার ফেসবুকের পক্ষ থেকে অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ অধিগ্রহণের জন্য শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমকে ঠিক কী পরিমাণ ডলার গুনতে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত প্রতিষ্ঠানটির প্রযুক্তিকে ফেসবুক আসলে কীভাবে ব্যবহার করতে আগ্রহী, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট এক মুখপাত্র।

সাম্প্রতিক সময় ইন্টারনেট অব থিংস পণ্যের বাজার প্রসার হচ্ছে দ্রুতগতিতে। ফলে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো এখন এই খাতটিতে তাদের ব্যবসা প্রসারে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এ খাতে এক ভিন্ন মাত্রা যোগ করতে উইট ডট এআইকে অধিগ্রহণ করেছে ফেসবুক।