ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এইচপির নতুন ট্যাবলেট

প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

মার্কিন প্রযুক্তি কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি)নতুন ট্যাবলেট উন্মোচন করতে যাচ্ছে । এইচপি প্রো ট্যাবলেট ৪০৮ জি১ নামের ডিভাইসটি এরই মধ্যে প্রতিষ্ঠানটির সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬-৯ জানুয়ারি অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিক পণ্যের প্রদর্শনীতে নতুন ট্যাবলেটটি উন্মুক্ত করা হবে।

আগাম কোনো ঘোষণা ছাড়াই নিজেদের সাইটে তালিকাভুক্ত করা হলেও নতুন ট্যাবটির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এইচপির পক্ষ থেকে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ৮.১ প্রো অপারেটিং সিস্টেমভিত্তিক ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ১২৮০–৮০০ পিক্সেল রেজুলেশনের ৮ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে। ২ গিগাবাইট র্যামের পাশাপাশি ডিভাইসটিতে থাকছে ইন্টেল এটম জেড৩৭৩৬এফ বে ট্রেইল প্রসেসর।

এছাড়া ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। প্রো ট্যাবলেট ৪০৮ জি১ ডিভাইসটি ৩২ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট বিল্টইন তথ্য ধারণের সুবিধাসহ বাজারে পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। তবে তথ্য ধারণক্ষমতার পার্থক্যের কারণে ট্যাবটির দামে তারতম্য হতে পারে বলে জানানো হয়েছে।