অ্যাপল ওয়াচ থেকে আইফোন-ম্যাক আনলক করতে পারবেন
স্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস। ছোট-বড়, নারী-পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি। শুধু যে সময় দেখা, কিংবা এর নানান ফিচার আকর্ষণের কারণ তা কিন্তু নয়। ফ্যাশনেও এখন স্মার্টওয়াচ যুক্ত হয়েছে। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ আছে বাজারে। তবে অ্যাপল ওয়াচের যেন কদরই আলাদা।
আইফোনের মতো অ্যাপলের স্মার্টওয়াচ সমান জনপ্রিয়। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে সংস্থা। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত। অ্যাপল ওয়াচ শুধুমাত্র একটি স্মার্ট ডিভাইস নয়, এটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক টুল। এই স্মার্টওয়াচের বড় সুবিধা হচ্ছে আপনি আপনার ঘুমের পরিমাণ ট্র্যাক করতে পারবেন।
আপনার অ্যাপল ওয়াচ থেকে আইফোন বা ম্যাক চাইলে আনলক করতে পারবেন। তবে এজন্য আগেই কিছু শর্তাবলী মানতে হবে-
>> অ্যাপল ওয়াচ ও ডিভাইসের কম্প্যাটিবিলিটি থাকতে হবে।
>> আইফোন ৬এস বা পরবর্তী মডেল, আইওএস ১৪.৫ বা পরবর্তী ভার্সন হতে হবে।
>> ম্যাক ওএস সিরি বা পরবর্তী ভার্সন।
>> অ্যাপল ওয়াচওএস ৩ বা পরবর্তী ভার্সন।
>> আইফোন, ম্যাক, এবং অ্যাপল ওয়াচ একই অ্যাপল আইডি এবং আইক্লাউড অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকতে হবে।
>> প্রতিটি ডিভাইসে পাসকোড সেটআপ করা থাকতে হবে এবং অ্যাপল আইডিতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় থাকতে হবে।
>> ডিভাইসগুলোর মধ্যে ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেকশন সক্রিয় থাকতে হবে।
এবার জেনে নিন আইফোন কীভাবে আনলক করবেন-
>> প্রথমে আইফোনে সেটিংস > ফেস আইডি অ্যান্ড পাসকোডে যান।
>> পাসকোড দিয়ে স্ক্রিন আনলক করুন।
>> আনলক উইথ অ্যাপল ওয়াচ অপশনটি খুঁজে বের করুন।
>> আপনার অ্যাপল ওয়াচের নামের পাশে টগল অন করুন।
>> যদি আপনার মুখ মাস্ক দিয়ে ঢাকা থাকে বা ফেস আইডি সঠিকভাবে কাজ না করে, তবে অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে আপনার আইফোন আনলক করবে। আনলক হওয়ার পর আপনার অ্যাপল ওয়াচে একটি হ্যাপটিক ফিডব্যাক (কম্পন) আসবে এবং একটি নোটিফিকেশন দেখাবে।
ম্যাক আনলক করবেন যেভাবে-
>> ম্যাকে সিস্টেম পারফরম্যান্সেস > সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যান।
>> জেনারেল ট্যাবে যান এবং ‘ইউজ ইওর অ্যাপল ওয়াচ টু আনলক অ্যাপস অ্যান্ড ইওর ম্যাক’ অপশনটি চেক করুন।
>> আপনাকে অ্যাপল ওয়াচের পাসকোড প্রবেশ করাতে বলা হতে পারে।
>> ম্যাকের স্ক্রিন স্লিপ মোড থেকে বের করতে গেলে অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে সেটি আনলক করবে। কোনো অ্যাপ বা সেটিংস পরিবর্তনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড প্রয়োজন হলে, অ্যাপল ওয়াচের মাধ্যমে অনুমোদন দেওয়া সম্ভব।
আরও পড়ুন
- স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের মধ্যে পার্থক্য কী?
- স্মার্টফোনের বেল্ট থেকেও হতে পারে ক্যানসার, বলছে গবেষণা
কেএসকে/এমএস