ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এক চার্জে ৪৩ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস একের পর এক ইয়ারবাড আনছে বাজারে। যেগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এবার সংস্থা নিয়ে আসছে তাদের ওয়ানপ্লাস বাডস এসিই ২ ইয়ারবাড।

ইয়ারবাডটিতে রয়েছে ১২.৪ মিমি ডাইনামিক ড্রাইভার, এআই ব্যাকড ডুয়াল মাইক্রোফোন ইউনিট এবং সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন সমর্থন সহ আসে। তারা দ্বৈত ডিভাইস সংযোগ এবং ৪৩এমএস পর্যন্ত কম লেটেন্সি সমর্থন করে।

ওয়ানপ্লাস বাডস এসিই ২ ইয়ারবাডের কেসিং ডিজাইন রাখা হয়ে ডিম্বাকৃতি। এটি ব্যবহারকারীদের ১০টি সেটিংস জুড়ে বাস লেভেল সামঞ্জস্য করতে দেয়, যা পরে যারা পডকাস্ট, ইডিএম, বা ক্লাসিক্যাল ট্র্যাকগুলোর মতো জেনারগুলোর মধ্যে সময়ে সময়ে পরিবর্তন করে তাদের জন্য নমনীয়তা যোগ করে।

যারা গেমিং বা ভিডিও কলের জন্য ইয়ারবাড ব্যবহার করেন তাদের জন্য এটি সেরা ইয়ারবাড হতে পারে। ইয়ারবাডটি ব্লুটুথ ৫.৪ সমর্থন করে। মাত্র ১০ মিনিটের দ্রুত চার্জে ১১ ঘণ্টা ইয়ারবাডটি ব্যবহার করতে পারবেন। আর পুরো চার্জে ৪৩ ঘণ্টা ব্যাবহার করা যাবে।

ইয়ারফোনগুলোতে ধুলা এবং পানি প্রতিরোধের জন্য একটি IP55-রেটেড বিল্ড রয়েছে। এরই মধ্যে চীনে ইয়ারবাডটি লঞ্চ করেছে সংস্থা। চীনা বাজারে ফ্ল্যাশ ব্লু এবং সাবমেরিন ব্ল্যাক রঙের বিকল্পে কেনা যাবে ইয়ারবাডটি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম

আরও পড়ুন