২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যেসব শব্দ
২০২৪ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আসছে নতুন বছর। তবে পুরোনো বছরে আমাদের জীবনে যুক্ত হয়েছে নানান ঘটনা। ইন্টারনেটের দৌলতে আঙুলের চাপেই চোখের সামনে খুলে যাচ্ছে হাজার হাজার তথ্য।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। জানেন কি, ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি কোন শব্দগুলো সার্চ করা হয়েছে?
সারা বছর সার্চ করা সব জিনিসের সম্পূর্ণ রেকর্ড গুগলের কাছে পাওয়া যায়। এই ধারাবাহিকতায়, সম্প্রতি, গুগল তাদের বার্ষিক ‘ইয়ার ইন সার্চ’ রিপোর্ট প্রকাশ করেছে ৷তালিকায় সর্বাধিক অনুসন্ধান করা পর্যটন গন্তব্য, খাবার, চলচ্চিত্র ইত্যাদি রয়েছে। এই তালিকায় গুগল এমন কিছু শব্দও প্রকাশ করেছে, যা এই বছর সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এমন ৫টি শব্দ। দেখে নিন সেগুলো কী কী-
অল আইজ অন রাফাহ
চলতি বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা অর্থ হলো অল আইজ অন রাফাহ। মূলত ইসরায়েলি বিমান হামলার পরে দক্ষিণ গাজার শিবিরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরে যে দৃশ্যটি উদ্ভূত হয়েছিল, তা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। যার পরে সবাই গুগলে এই শব্দগুচ্ছটির অর্থ অনুসন্ধান করেছিল।
পোকি
এই শব্দটি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই কারণেই চলতি বছরে মানুষ এই শব্দটি অনেক সার্চ করেছে। এটি একটি মিষ্টি ও স্নেহপূর্ণ শব্দ। সাধারণত সুন্দর কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয় এটি।
আকায়ে
গুগলে শব্দটির দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা অর্থ হলো আকায়ে। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা চলতি বছরে ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তানের নাম ঘোষণা করেছিলেন। দম্পতি তাদের দ্বিতীয় সন্তান আকায়ের নাম প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে পড়ে। আকায়ে সংস্কৃত থেকে উদ্ভূত। এর অর্থ যার কোনো রূপ নেই অর্থাৎ যা নিরাকার।
মোয়ে মোয়ে
চলতি বছরে সোশ্যাল মিডিয়া জুড়ে এই শব্দটি দেখা এবং শোনা গিয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই সম্পর্কিত অনেক মিম দেখা গিয়েছে। এটি আসলে একটি গানের শিরোনাম, যার অর্থ ‘আমার খারাপ স্বপ্ন’।
ডিমুর
গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দগুলোর মধ্যে একটি ছিল ডিমুর। এই শব্দটি এমন কাউকে বোঝায় যিনি লাজুক এবং ভদ্র। সাহিত্য, মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে এই শব্দটি শুনে বা পড়ার সময় লোকেরা এই শব্দের অর্থ আবিষ্কার করেছিল।
আরও পড়ুন
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
কেএসকে/এমএস