ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যাদের সম্পর্কে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

২০২৪ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আসছে নতুন বছর। তবে পুরোনো বছরে আমাদের জীবনে যুক্ত হয়েছে নানান ঘটনা। ইন্টারনেটের দৌলতে আঙুলের চাপেই চোখের সামনে খুলে যাচ্ছে হাজার হাজার তথ্য।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। জেনে নিন ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি কাদের খোঁজ করেছেন বিশ্বের মানুষ।

বছর জুড়ে নানান বিষয়ের পাশাপাশি বিখ্যাত মানুষ বা বিখ্যাত হয়ে ওঠা মানুষগুলোকে সার্চ করেন সবাই। যেমন ২০২৪ সালে সবচেয়ে বেশি যার ব্যাপারে মানুষ সার্চ করেছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ওয়েলসের রাজকুমারী ক্যাথরিন, কমলা হ্যারিসন, ইমানে খেলাফ, জো বাইডেন।

আমেরিকার নির্বাচন, ট্রামের উপর হামলা, কমলা হ্যারিসনের তৎপরতা সব কিছু মিলিয়েই তারা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বছরজুড়ে। শুধু রাজনীতিবিদরাই নন অন্যান্য অনেকেই ছিলেন সার্চিংয়ে। যুক্তরাজ্যের ওয়েলস রাজ্যের ৪২ বছর বয়সি রাজকুমারী ক্যাথরিনের অস্ত্রোপচার করা হয় এ বছর জানুয়ারিতে এবং ক্যানসারে আক্রান্ত হোন। এরপর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসেন এই রাজকুমারী।

বিনোদন জগতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ক্যাট উইলিয়ামস, পবন কল্যাণ, অ্যাডাম ব্রডি, এলা পুরনেল, হিনা খানকে। শিল্পীদের মধ্যে প্রথমেই আছেন ডিডি, এরপর উশর, লিঙ্কিন পার্ক, সাবরিনা কার্পেন্টার, জাস্টিন টিম্বারলেক।

ক্রীড়াবিদদের মধ্যে ইমানে খেলাফ, মাইক টাইসন, লামিন ইয়ামাল, সিমোন বাইলস, জেক পল। এছাড়া আরও বিভিন্ন সার্চিংয়ের সেরার সেরা তালিকা প্রকাশ করেছে গুগল।

সূত্র: গুগল

কেএসকে/জেআইএম

আরও পড়ুন