এখন হোয়াটসঅ্যাপের চ্যাট হবে আরও মজার
মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই ব্যবস্থা। এবার এক নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।
ফিচারটি আসলে টাইপিং ইন্ডিকেটার্স। অর্থাৎ ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই উঁকি দেবে সেই ইউজারের প্রোফাইল ছবি।
আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসেই এই ফিচার থাকছে। ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। এতে ইউজারদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদানপ্রদান আরও সহজ হবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল।
এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন পরিবার, অফিস এমনকি প্রতিবেশীদের সঙ্গে ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি খুবই উপকারী হবে।
- আরও পড়ুন
ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম