ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হোন্ডার বৈদ্যুতিক স্কুটারে যেসব ফিচার থাকবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

জনপ্রিয় বাইক সংস্থা হোন্ডা আনছে বৈদ্যুতিক স্কুটার। হোন্ডার যে অ্যাক্টিভা স্কুটার মডেলটি সারা দেশের স্কুটারপ্রেমীদের মধ্যে বহুলভাবে জনপ্রিয় ছিল, সেই মডেলের এখন একটি বৈদ্যুতিক ভার্সন আসতে চলেছে বাজারে। হোন্ডা মোটরস এই প্রথম তাদের বৈদ্যুতিক স্কুটার বাজারে আনতে চলেছে শিগগির।

হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিক স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে।

তবে এই স্কুটারের পাওয়াট্রেন বা ফিচার্স সম্পর্কে এখনো কোনো বিশদ তথ্য জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে আশা করা হচ্ছে হিরোর ভিডা ভি ওয়ান স্কুটারের মত এতেও সম্ভবত রিমুভেবল ব্যাটারি প্যাক থাকতে পারে।

শোনা যাচ্ছে, এই বৈদ্যুতিক স্কুটার আগামী ২০২৫ সালে বাজারে আসবে। এরই মধ্যে এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার।

তবে এই মাসেই দেখা যেতে পারে নতুন বৈদ্যুতিক স্কুটারের ঝলক। সংস্থার তথ্য অনুযায়ী হোন্ডার অ্যাক্টিভা ব্র্যান্ডের এই স্কুটারের মডেল ৩০ মিলিয়ন বিক্রি হয়ে গিয়েছে। ফলে এই নামে বৈদ্যুতিক স্কুটার আনলে তাও বেশ জনপ্রিয়তা পাবে।

সূত্র: এবিপি নিউজ

কেএসকে/এএসএম

আরও পড়ুন