ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অ্যাপ ডাউনলোড করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২৪

নানান কাজে স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন অ্যাপ ব্যবহার করেন। গুগল প্লে স্টোরে হাজার হাজার অ্যাপের ভিড়ে নকল অ্যাপের সংখ্যাও কম নয়। এসব অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা প্রতারণা করে যাচ্ছে।

তাই অ্যাপ ডাউনলোডের সময় সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনিরাপদ অ্যাপ ব্যবহারের ফলে ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সময় সতর্ক থাকুন।

অ্যাপ ডাউনলোডের সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে তা জেনে রাখুন-

নির্ভরযোগ্য সোর্স থেকে ডাউনলোড

প্রথমেই নিশ্চিত করুন যে আপনি অ্যাপটি একটি নির্ভরযোগ্য সোর্স, যেমন-গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করছেন। এ ধরনের প্ল্যাটফর্মে বেশিরভাগ অ্যাপ প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়, তাই সেগুলো সুরক্ষিত হতে পারে। অনির্ভরযোগ্য সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপ ম্যালওয়্যার এবং ভাইরাসের ঝুঁকি বহন করতে পারে।

অ্যাপের রেটিং এবং রিভিউ দেখুন

অ্যাপের রেটিং ও রিভিউ দেখে সিদ্ধান্ত নিন। উচ্চ রেটিং এবং ভালো রিভিউসমৃদ্ধ অ্যাপ সাধারণত মানসম্পন্ন ও নিরাপদ হয়। রিভিউ পড়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানা যায় এবং কোন অ্যাপে সমস্যা বা বাগ আছে কি না তাও বোঝা যায়।

অ্যাপের ডেভেলপার সম্পর্কে জানুন

বিশ্বস্ত ডেভেলপারের তৈরি অ্যাপগুলো সাধারণত নিরাপদ হয়। অ্যাপ ডাউনলোডের আগে ডেভেলপার তথ্য চেক করুন এবং দেখুন সেই ডেভেলপার আরও কোন অ্যাপ তৈরি করেছে। অজানা বা অনির্ভরযোগ্য ডেভেলপারের অ্যাপ ব্যবহার না করাই ভালো।

পারমিশন যাচাই করুন

অ্যাপ ইনস্টল করার সময় সাধারণত ফোনের বিভিন্ন ফিচারে অ্যাক্সেস চাওয়া হয়, যেমন-ক্যামেরা, মাইক্রোফোন, কন্ট্যাক্টস ইত্যাদি। অ্যাপের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারমিশনগুলো দেওয়া ঠিক আছে, তবে অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সেটি সন্দেহজনক হতে পারে।

ডাটা প্রাইভেসি নীতি পড়ুন

অনেক অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। ডাটা প্রাইভেসি নীতি পড়ে দেখুন তারা কোন ধরনের তথ্য সংগ্রহ করবে এবং কীভাবে তা ব্যবহার করবে। আপনার ব্যক্তিগত তথ্য রক্ষায় ডাটা সুরক্ষার দিকটি নিশ্চিত হওয়া জরুরি।

অ্যাপ সাইজ এবং স্পেসিফিকেশন

ফোনের স্টোরেজ এবং পারফরম্যান্সের দিকে খেয়াল রেখে অ্যাপ ডাউনলোড করুন। বড় সাইজের অ্যাপ আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে সমস্যা সৃষ্টি করতে পারে। এ ছাড়া আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং র্যামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না সেটিও দেখে নিন।

ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন

অনেক সময় ডাউনলোড করা অ্যাপে ম্যালওয়্যার থাকতে পারে। এ ধরনের ঝুঁকি থেকে বাঁচতে আপনার ফোনে একটি ভালো অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করতে পারেন, যা ক্ষতিকর অ্যাপ থেকে ফোনকে রক্ষা করবে।

আপডেট নিয়মিতভাবে চেক করুন

নিয়মিতভাবে অ্যাপ আপডেট চেক করুন। অনেক সময় ডেভেলপাররা সিকিউরিটি ও পারফরম্যান্স উন্নয়নে আপডেট রিলিজ করেন। নতুন আপডেটের মাধ্যমে কোনো বাগ বা নিরাপত্তা সমস্যার সমাধান হতে পারে।

কাস্টমার সাপোর্ট এবং ফিডব্যাক দেখুন

বিশ্বস্ত অ্যাপগুলোর সাধারণত ভালো কাস্টমার সাপোর্ট থাকে এবং ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর ভিত্তি করে তারা উন্নয়ন সাধন করে। ডাউনলোডের আগে দেখে নিন অ্যাপটি ব্যবহারকারীদের অভিযোগে কতটা দ্রুত সাড়া দেয়।

আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে
জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে

সূত্র: মেক অব ইউজ

কেএসকে/জেআইএম

আরও পড়ুন